সোনাবাড়িঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বারাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতি। বুধবার সোনাবাড়িঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই দিবসটি উদযাপন করে সমিতি। এদিন স্কুল ছুটির পর শুরু হয় অনুষ্ঠান। প্রথমে স্কুল মাঠে অস্থায়ী শহিদ বেদি বসিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরাক বঙ্গের আঞ্চলিক সমিতির কর্মকর্তা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক মুহূর্তগুলো তুলে ধরে বক্তব্য রাখেন আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদার ও সহসম্পাদক হাসান জামান লস্কর। আলোচনার মঞ্চে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান চৌধুরী।

সোনাবাড়িঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সময়েও মাতৃভাষার ওপর আগ্রাসন অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন। তারা বলেন বিশ্বের ছোট ছোট জনগোষ্ঠী মাতৃভাষা রক্ষার আন্দোলনে একুশে ফেব্রুয়ারির আন্দোলন অনুপ্রেরণা জোগাবে বলে মত ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্চলিক সমিতির সহ-সভাপতি আশু চৌধুরী।

সোনাবাড়িঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পক্ষে আফজাল হোসেন চৌধুরী, হায়দার হোসেন লস্কর, হোসনে আরা বেগম, অর্চনা তেজবাহাদুর রানা, বিপ্লব চৌধুরী, হাসিম আহমেদ মজুমদার, শাহনাজ পারভিন লস্কর, পূজা রায়, সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল আলম মজুমদার (অপ্পু), সদস্য আবিদুর রহমান প্রমুখ।

Author

Spread the News