গুরু নানকের জন্মজয়ন্তীতে ‘প্রকাশ উৎসব’ পালন শিলচরে
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানকের ৫৫৪ তম জন্মতিথি। একই সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরেও পালন করা হয়। শিলচর এনএন দত্ত রোডে থাকা গুরুদোয়ারা শ্রীগুরু সিং সাবাতে কার্তিক পূর্ণিমার দুদিন আগের থেকে প্রকাশ উৎসবের অনুষ্ঠান শুরু হয়। প্রথম দিন অখণ্ড পাঠ করা হয়। এ সময় গুরুদোয়ারা ফুল ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়। প্রধান দিন অমৃত বেলায় এই উৎসব শুরু হয়। সকালে ভজন করার পর কাহিনী পাঠ এবং কীর্তন করা হয়। প্রার্থনার পর লঙ্গর বা ভান্ডারা করা হয়। লঙ্গরের পর কথা ও কীর্তনের পাঠ অব্যাহত রাখা হয়। রাতে গুরুবাণী গায়নের পর উৎসবের সমাপ্তি ঘটে। আজকের এই পবিত্র গুরু নানক জয়ন্তীর দিনে উপস্থিত ভক্তদের জন্য লঙ্গরের আয়োজন করেন।
গুরুদোয়ারা পরিচালনা কমিটির সম্পাদক সরবজিৎ সিং বলেন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম ধর্মগুরু গুরু নানক দেব ১৪৬৯ সালে কার্তিক পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাই প্রতি বছর কার্তিক পূর্ণিমায় গুরু নানক জয়ন্তী পালিত হয়। চলতি বছর ২৭ নভেম্বর সোমবার নানক জয়ন্তী পালিত হয়। শিখ ধর্মাবলম্বীদের জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে ‘প্রকাশ উৎসব’ ও গুরু পর্ব বলা হয়ে থাকে। শিখ ধর্মাবলম্বীরা পূর্ণিমার দু’দিন আগে থেকে উৎসবে মেতে ওঠেন।
জ্ঞানী সজিন্দর সিং বলেন, ছোটবেলা থেকেই ধর্মীয় প্রবৃত্তির মানুষ ছিলেন গুরু নানক। নিজের জীবদ্দশায় সমাজ কল্যাণের জন্য প্রাণপাত করেন তিনি। তাঁর শিক্ষা এখনও সকলকে পথ দেখায়। গুরু নানকের দেখানো সেই পথে চলতে সবাইকে আহ্বান জানান। এ দিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন মুখ্য সেবক সন্দীপ সিং ওয়ালিয়া, সবরজিৎ সিং মারওয়া, সম্রাট সিং প্রমুখ।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।