পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : জননেতা নিবারণচন্দ্র লস্করের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার শিলচরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে শ্যামাপ্রসাদ রোডের ফুলবাড়িতে রবীন্দ্রচন্দ্র দাসের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে, পরিমল শেখর দাস, নলিনী রঞ্জন দাস, অরুণ দাস এবং সাংবাদিক চয়ন ভট্টাচার্য ও অমল লস্কর প্রমুখ। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সৌম্য কান্তি পুরকায়স্থ। শুরুতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রয়াত লস্করের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উল্লেখ্য, নিবারণ চন্দ্র লস্কর একসময় আসাম সরকারের মন্ত্রী ছিলেন এবং করিমগঞ্জ লোকসভা আসন থেকে দু’বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
আগামী ১৬ জানুয়ারি জননেতা নিবারণচন্দ্র লস্করের স্মৃতিতে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সৌম্য কান্তি পুরকায়স্থ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়ের উপস্থিতিতে মুখ্য অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক নিরঞ্জন দত্ত এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র চন্দ্র দাস।



