শিলচরে যথাযোগ্য মর্যাদায় নেতাজির ১৩০তম জন্মজয়ন্তী উদযাপন

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : আজ নেতাজি সুভাষচন্দ্র বসু-এর ১৩০তম জন্মজয়ন্তী সমগ্র দেশের সঙ্গে শিলচরেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে সকালে শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে অবস্থিত নেতাজির মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাবের খেলার মাঠে গিয়ে সমাপ্ত হয়।

এরপর সকাল ৯টায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জয়া দেব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতাকা উত্তোলনের পর শহিদ বেদি ও নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে চলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিলচর শহরের ১৮টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *