নাচে-গানে-আবৃত্তি-বক্তৃতায় স্বাধীনতা সংগ্রামী লাখুদার জন্মদিন পালন

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : নাচে-গানে- আবৃত্তি-বক্তৃতায় স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত সর্বজন প্রিয় লাখুদার ১১৭ তম জন্মদিন পালন করল সর্বোদয় ট্রাস্ট।   সর্বোদয় ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সর্বোদয় বিদ্যালয়ের পড়ুয়া অমিত সরকার লাখুদার প্রতিকৃতিতে মাল্যদন করে। এছাড়াও রেনেসাঁ ক্লাবের পক্ষ থেকে মাল্যদান করেন সভাপতি জগন্নাথ চৌধুরী, পাপিয়া চৌধুরী, যিনি রায়। মাল্যদান শেষে বিদ্যালয়ের শিক্ষিকারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। শচীন্দ্রমোহন দত্ত ওরফে লাখুদার জীবন ও সর্বোদয় ট্রাস্টের পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক শেখর পাল চৌধুরী। সুদুর কলকাতা থেকে ডক্টর অংশুমান ভট্টাচার্যের লাখুদার জীবন নিয়ে কিছু কথা পাঠ করে শোনানো হয়। লাখুদার জীবন নিয়ে প্রবন্ধ পাঠ করেন রেনেসাঁ ক্লাবের সহসভাপতি অমলেন্দু চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা কল্যানী চৌধুরী, প্রধান শিক্ষিকা মাধুরী চম্পা চৌধুরী, কিরন রাস, শিক্ষিকা বিপা চক্রবর্তী প্রমুখ।

ছাত্রীদের মধ্যে নৃত্যে ছিল রিয়া দাস, পুনম দাস, বিদ্যা দাস এবং গান পরিবেশন করেন অঞ্জলি গৌর, মনিকা দাস, মঞ্জলি দাস ও দীপক শব্দকর। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে  থেকে গান পরিবেশন করেন অনিতা বসু, মধুমিতা আচার্য, রূপশ্রী পুরকায়স্থ, মৌসুম চৌধুরী, শর্মিষ্ঠা দে চৌধুরী। কবিতা আবৃত্তি করেন শ্নেহা দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের সদস্য অতনু চৌধুরী।

Author

Spread the News