শিলচর সাউথ পয়েন্ট স্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস পালন

দীপ দেব শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : প্রতি বছরের ন্যায় এবারও শিলচর সাউথ পয়েন্ট স্কুলে নানা মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস পালন করা হয়। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। সকাল ১০টায় স্কুলের অডিটোরিয়ামে ফিতা কেটে শিশু দিবস পালন অনুষ্ঠানটির উদ্বোধন করেন স্কুলের পরিচালন অধিকর্তা মৃদুলকুমার ধর। উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রণব রায় চৌধুরীসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।উদ্বোধনী পর্বে স্কুলের নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিক ধর। তিনি নবনির্মিত ওয়েবসাইটের কাঠামো ও পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক কার্যক্রম। ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন ও ভাস্কর্য প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে পাঁচটি গ্রুপে ট্রফি ও প্রশংসাপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ করেন স্কুলের পরিচালন অধিকর্তা মৃদুল কুমার ধর, অধ্যক্ষ প্রণব রায় চৌধুরী এবং ফেডারেল ব্যাংকের সোনাই রোড শাখার ব্যবস্থাপক দেবারুন দে। বক্তব্যে মৃদুলকুমার ধর বলেন, “শিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষায় গড়ে তোলাই সমাজের প্রধান দায়িত্ব।” অধ্যক্ষ প্রণব রায় চৌধুরী তাঁর বক্তব্যে জানান, “সাউথ পয়েন্ট স্কুল বহু পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে সাফল্যের সঙ্গে কাজ করছেন। আগামী দিনে স্কুলটির আরও উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।” অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে সহযোগিতায় ছিলেন বিশ্বজিৎ রায়, রাইমা দে, চম্পাকলি সেন দত্ত, সুস্মিতা তালুকদার, অমিত দাস, নিরঞ্জন মিশ্র, ময়ূরাক্ষী চক্রবর্তী, মিঠুন দেব, পান্নালাল পাটুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *