শ্রীকোনোয় আম্বেদকরের প্রয়ান দিবস পালন
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : গোটা দেশের সঙ্গে বিআর আম্বেদকরের প্রয়ান দিবস পালন করা হল শ্রীকোনায়ও। তাপাং ব্লকের অন্তর্গত শ্রীকোনা আইটিআই পাশে বিআর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ অর্পণ করেন সমাজকর্মী তথা তপশিলি নেতা সজলকান্তি দাস, আইনজীবী বিনয়কৃষ্ণ দাস, অসম অনুসূচিত জাতি পরিষদের শিলচর শাখার কমিটির সহসভাপতি কুলেন্দ্র দাস, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, সঙ্গীত শিল্পী বারীন্দ্র দাস, পিংকি দাস, রঞ্জিৎ দাস সহ অন্যান্যরা।
বুধবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে সজলকান্তি দাস বলেন, ড. বিআর আম্বেদকর এই দেশের সংবিধান রচনা করেছেন, দলিত এবং অস্পৃশ্য জাতির মানুষদের তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আম্বেদকর বলে গিয়েছিলেন, গণতন্ত্র শুধুমাত্র সরকার গঠনের একটা হাতিয়ার নয়। এর প্রধান ভূমিকা হল বিভিন্ন ভাবনার এক সঙ্গে সহাবস্থান, একে অপরের প্রতি সম্মান ও সম্ভ্রম দেখানো। আজকের আমাদের স্মরণ রাখা দরকার অতপশিলিদের তপশিলির সার্টিফিকেট দেওয়া বন্ধ করা এবং সঠিক তদন্তের মাধ্যমে তপশিলিদের সার্টিফিকেট প্রদান করা। এ ছাড়া তপশিলিদের সরকারি সুবিধা সহ চাকরি পাইয়ে দিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানান সজলকান্তি দাস।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।