জেলা ক্রীড়া সংস্থার আন্তঃ স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন সিসিজেসি পালংঘাট

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শেষ হল শিলচর জেলা ক্রীড়া সংস্থার অনুর্ধ্ব ১৫ আন্তঃ স্কুল যুগশঙ্খ কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতা। সোমবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে এদিন খেতাব দখল করে নেয় সিসিজেসি পালংঘাট এইচএস স্কুল। শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের বিরুদ্ধে। ম্যাচ জিতে ৪-৩ গোলের ব্যবধানে। শুরু থেকেই সিসিজেসি তাদের প্রতিপক্ষ দল শ্যামাচরণ দেব বিদ্যাপীঠকে চেপে ধরে। তবে বিপক্ষের আক্রমণে ভেঙ্গে না পড়ে প্রতিআক্রমণ গড়ে তুলে। ফলস্বরূপ দলকে এক সম্মানজনক অবস্থায় এনে রানার্স আপ ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়। বিদ্যাপীঠ করে ৩ গোল।

জেলা ক্রীড়া সংস্থার আন্তঃ স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন সিসিজেসি পালংঘাট
রানার্স দল।

সবশেষে বিভিন্ন বিভাগে সেরা সহ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য‌, সহ সচিব (প্রশাসন) দেবাশিস সোম, ফুটবল সচিব বিকাশ দাস, স্পনসর দৈনিক যুগশঙ্খের ম্যানেজিং ডিরেক্টর গৌরব নাথ, ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, প্রাক্তন খেলোয়াড় জহর গুপ্ত, বিশ্বজিৎ দত্ত, প্রাক্তন ফুটবলার কৃষ্ণবাহাদুর ছেত্রী, ফরিজ উদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ম্যাচ কমিশনার প্রবীর দাস, সিলেক্টর দেবেন শুক্লবৈদ্য, অতনু চৌধুরী, কালীকঙ্কন আচার্য ও গোস্ট দত্তকে সম্মান জানানো হয়। উল্লেখ্য, চ্যাম্পিয়নরা ট্রফি, সার্টিফিকেট সমেত দশ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। রানার্স আপ দল পেয়েছে ট্রফি এবং পাঁচ হাজার টাকা। ফাইনালের সেরা হয়েছেন পাইহাওরাই রংমাই।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News