জলবায়ু পরিবর্তন গবেষক নোবেল জয়ী প্রফেসর আর্থার চার্লস রাইড্রেকার গোলাঘাটে
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা গবেষক ও শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর আর্থার চার্লস রাইড্রেকার রবিবার ফ্রান্স থেকে এসে উপস্থিত হন অসমের গোলাঘাট জেলায়। গোলাঘাটের বীরাঙ্গনা সাধনী রাজ্য বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি অংশ নেন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তার দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতার নানা মূল্যবান দিক তুলে ধরেন।…