প্রশাসনিক রদবদল, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব বদলি
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষাপটে অসম সরকার রাজ্যে এক বড় প্রশাসনিক রদবদল করেছে। এই রদবদলের অংশ হিসেবে কার্বি আংলং জেলায় নতুন জেলা কমিশনার নিয়োগ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, কার্বি আংলং জেলার জেলা কমিশনার পদে কর্মরত নিরালা ফাংশোপি, ACS-কে স্থানান্তর করে হিল অ্যারিয়া বিভাগে অসম সরকারের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা…