সরস্বতী পূজার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন যুবক ও তরুণী
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : সরস্বতী পূজার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক ও এক তরুণী। নিহতরা হলেন নাওবৈচা এলাকার মুকুন্দ সোনোয়াল (২৮) এবং পপি শইকিয়া (২৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, সরস্বতী পূজার রাতে নাওবৈচা এলাকার রঙানদী অঞ্চলে একটি স্করপিও গাড়ি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা…
