কাটিগড়া মডেল হাসপাতালে চক্ষু পরীক্ষা শিবির, ৩৮ জনের ক্যাটারেক্ট শনাক্ত

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ওফ শিলচর সেন্ট্রাল, লায়ন্স আই হসপিটাল শিলচর, বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড এবং লায়ন্স ক্লাব ওফ কাটিগড়া গ্রেটারের সহযোগিতায় মঙ্গলবার কাটিগড়া মডেল হাসপাতালে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিভিসিএলের সিইও মুকেশ আগরওয়াল, কাটিগড়ার বিধায়ক তথা লায়ন্স কর্মকর্তা খলিল উদ্দিন মজুমদার, চিরন্ময় পাল চৌধুরী, প্রদীপ্তকুমার দে, সুজিত কর, এনাম উদ্দিন, গুরুননন্দ ঘোষ, সমরজিৎ চক্রবর্তী, সপ্তর্ষি দে, অনুপম ঘোষ সহ বদরপুর গ্রেটারের সকল সদস্যরা। তাছাড়াও লায়ন সাহাব উদ্দিন মজুমদার, মডেল হাসপাতালের ডেপুটি সুপারিটেনডেন্ট ডক্টর মঞ্জুরুল হক, কাটিগড়া গ্রেটারের সভাপতি শমীন্দ্র পাল সহ আরও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

কাটিগড়া মডেল হাসপাতালে চক্ষু পরীক্ষা শিবির, ৩৮ জনের ক্যাটারেক্ট শনাক্ত

এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া শিবিরে ডাঃ পরমা রায় চিকিৎসকের এক দলকে সঙ্গে নিয়ে দুপুর দুটো পর্যন্ত শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করেন। এতে নিঃশুল্ক দুইশ পাঁচ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। যাদের ছানি অস্ত্রপাচারের প্রয়োজন রয়েছে তাদেরকে আয়োজক সংস্থার পক্ষে শিলচর আই হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে বলে জানান বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল।

কাটিগড়া মডেল হাসপাতালে চক্ষু পরীক্ষা শিবির, ৩৮ জনের ক্যাটারেক্ট শনাক্ত

মোট ৩৮জন ক্যাটারেক্ট শনাক্ত করা হয়, এরমধ্যে আজ কুড়ি জনকে শিলচরে চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের জন্য প্রেরণ করা হয়েছে। বাকি ১৮ জনকে আগামী ৩০ জানুয়ারি প্রেরণ করা হবে বলে জানান আয়োজক কমিটির কর্মকর্তারা।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।

Author

Spread the News