ক্লেভার হাউসে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি ও শিলচরের প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে ক্লেভার হাউস এলাকার ৬৪৮ নম্বর পানিভরা বুনিয়াদি বিদ্যালয়ে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে। রবিবার মোট ৭৪ জন রোগীকে চৌধুরী আই হাসপাতালের চিকিৎসক ডাঃ এস ফাইজাল এবং অপটোমেট্রিস্ট এম দেববর্মা পরীক্ষা করেন। ১২ জন রোগীর ছানির সমস্যা ধরা পড়ে এবং তাঁদেরকে, বিভিন্ন ধাপে, শিলচর চৌধুরী আই হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। ট্রাস্টের শিবির আহ্বায়ক দেবজ্যোতি দাস এই শিবিরে উপস্থিত ছিলেন। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং কাউন্সেলিং-ও প্রদান করা হয়। ইয়াসি-এর পক্ষ থেকে শিবিরের ইনচার্জ ছিলেন সিউধন কুর্মি, সঙ্গে উপস্থিত ছিলেন খ্যাতনামা সমাজসেবী বিজয় সংকর পাণ্ডে, রামজনম ভর, মুক্তালাল ভট্টাচার্য ও প্রাক্তন জিপি সভাপতি কমল প্রসাদ কেওট ও অন্যান্যরা।

ইয়াসি কেন্দ্রীয় কমিটির তরফে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদী রায়, সাহাবুদ্দিন আহমদ, সঞ্জয় পাশি এবং আরও অনেকে। সঞ্জীব রায় এলাকাবাসী তথা স্কুল কর্তৃপক্ষকে শিবির সফল করে তুলতে তাঁদের অসাধারণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, আগামী দিনে আরও কিছু দূর্গম এলাকাতেও এ ধরনের শিবির আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *