ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি: ষষ্ঠ দল মণিপুরের সেনাপতি এফসি
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : ছয়টি দলই চূড়ান্ত হয়ে গেল। ঘোষণা হয়ে গেল ক্রীড়াসূচির। এবারের বহু প্রতীক্ষিত ক্যাপ্টেন নলিনী মোহন গুপ্ত আমন্ত্রণী ফুটবলের ক্রীড়া সূচি ঘোষণা করল আয়োজক শিলচর ডিএসএ। ষষ্ঠ দল হিসেবে মণিপুরের সেনাপতি এফসি খেলার ব্যাপারে পাকা কথা দেওয়ার পর রবিবার সূচি ঘোষণা করা হয়। দল নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটায় স্বস্তিতে ডিএসএ।
সংস্থার সচিব অতনু ভট্টাচার্য ঘোষিত সূচি অনুযায়ী ৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচ খেলবে লক্ষীপুরের লেনরোল এফসি ও মণিপুরের এফসি রায়েংদাই। এটি এ গ্রুপের ম্যাচ। ছয় দলীয় আসরে এই গ্রুপের অন্য দল আইএসএলের নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সেনাপতি এফসি-র সঙ্গে বি গ্রুপে রয়েছে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব এবং আইজল এফসি। গ্রুপ লিগে তিন দল একে অপরের বিরুদ্ধে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দল খেলবে ফাইনাল। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে ফ্লাডলাইটে ফাইনাল হবে ১১ নভেম্বর।