আমার যুব ভারতের প্রথম বার্ষিকী উপলক্ষে কাছাড়ে বাজার স্বচ্ছতা অভিযান

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আমার যুব ভারতের প্রথম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে সারা দেশের ৫০০টি জেলার সঙ্গে কাছাড় জেলায়ও “এই দীপাবলি, আমার ভারতের সঙ্গে” থিমে রবিবার শিলচর ফাটক বাজারে বাজার পরিচ্ছন্নতা- কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিলচর ফুডগ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় কাছাড়ে আয়োজিত কার্যক্রমে জেলার প্রায় একশত স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা অংশগ্রহণ করেন।

এদিন মূলতঃ শিলচর ফাটকবাজারের বিভিন্ন গলিতে জমে থাকা প্লাস্টিক সহ নালাতে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করে এক স্বচ্ছ, সুন্দর ও স্বাস্থ্য সম্মত পরিবেশ গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি পালন করেন  স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানের শুরুতেই এই দীপাবলি আমার ভারতের সাথে কর্মসূচিতে স্বচ্ছতা অভিযান কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে নেহরু যুব কেন্দ্র কাছাড়ের উপ সঞ্চালক মেহবুব আলম লস্কর বলেন যে দীপাবলিতে সমস্ত দেশ যখন অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার উৎসবে মুখরিত হবে, তখন স্বচ্ছতা কর্মসূচি ভারতবাসীকে এক সুস্থ সমাজ গঠনে এক নতুন বার্তা প্রদান করবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন দেশ ও সমাজকে নিরোগ ও সুন্দর রাখতে প্রেরণা যোগাবে। শিলচর ফুডগ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত দত্ত মহাশয় বলেন যে সামাজিক উদ্যোগে তারাও স্বচ্ছতার নানান উদ্যোগ তারা এখানে করে থাকেন। তবে আজ যেভাবে যুব সমাজ এগিয়ে এসেছে তাতে তিনি খুশি ব্যক্ত করে স্বচ্ছ শিলচর ও সুস্থ শিলচর গড়তে এই প্রয়াসকে সচরাচর চালিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

আমার যুব ভারতের প্রথম বার্ষিকী উপলক্ষে কাছাড়ে বাজার স্বচ্ছতা অভিযান

এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুডগ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক দীপক পাল, সদস্য পবন কুমার জৈন, ফাটকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী, এনএসএস প্রোগ্রাম অফিসার মনোজ ঘোষ, দীপেন্দু দাস, পিনাক রায়, রহিম উদ্দিন লস্কর, নির্মল রবিদাস, রুমিনা বেগম লস্কর প্রমুখ।

আমার যুব ভারতের প্রথম বার্ষিকী উপলক্ষে কাছাড়ে বাজার স্বচ্ছতা অভিযান
আমার যুব ভারতের প্রথম বার্ষিকী উপলক্ষে কাছাড়ে বাজার স্বচ্ছতা অভিযান

Author

Spread the News