ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি হচ্ছে আগস্টে, জিবি-র সভায় নানা সিদ্ধান্ত শিলচর ডিএসএ-র
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ক্যাপ্টেন এনএম গুপ্ত স্মৃতি প্রাইজমানি আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করছে শিলচর ডিএসএ। মঙ্গলবার সংস্থার গভর্নিং বডির সভায় আগস্টে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চার দলে টুর্নামেন্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তুলতে ৬টি দলকে নিয়ে আয়োজনের প্রস্তাব করেন জনাকয়েক সদস্য। তবে আর্থিক ক্ষতির দিক বিবেচনা করে শেষে পর্যন্ত ৪ দলে সীমাবদ্ধ রাখা হয় প্রতিযোগিতা। প্রসঙ্গত , সচিব অতনু ভট্টাচার্যের সুপারিশে সহসভাপতি (ক্রীড়া) সুবিমল ধর চার ও ছয় দলের প্রতিযোগিতা নিয়ে পৃথক বাজেট সভায় উপস্থাপন করেন। চার দলে ১০ লক্ষ এবং ৬ দলে ১৫ লক্ষ টাকার বাজেট ধরা হয় প্রাইজমানি চ্যাম্পিয়ন ১ লক্ষ টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা হিসেবে। সে যাক, টুর্নামেন্টের চার সম্ভাব্য দলের মধ্যে শিলচরের সুপার ডিভিশন চ্যাম্পিয়ন দল, লক্ষীপুরের লেনরোল এফসি এবং বাকি দুটি দলের মধ্যে নাগাল্যান্ড পুলিশ দল ও আই লিগ বি ডিভিশনের কোনও দল হতে পারে। এক্ষেত্রে লাজং এফসি বা আইজল এফসি-র কথা রয়েছে। খেলায় দর্শকদের মাঠে প্রবেশে গেটমানি গ্যালারি ২০ টাকা ও ক্লাব হাউস ৫০ টাকা ধার্য করা হয়েছে।
সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সহসভাপতি (আদার্স) নীলাভ মৃদুল মজুমদারের ইস্তফার বিষয়টি উত্থাপন হলে সভাপতি শিবব্রত দত্ত জানান, তাঁকে অন্তত ১০ বার ইস্তফা প্রত্যাহারের অনুরোধ করেছেন। কিন্তু জিবি সদস্যরা বলেন আরও একবার যে তার বাড়িতে গিয়ে সে অনুরোধ রাখা হয়। এতে সহমত পোষণ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক সচিব প্রণব কুমার দে-র (কল্যাণ) দেওয়া ইস্তফা পত্র নিয়েও একই সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ব্যাডমিন্টন কোর্টের সংস্কার, টেবিল টেনিস ইন্ডোরের সংস্কারেও এদিন জিবি অনুমোদন দেয়।
এছাড়া ডিএসএ-র প্রশাসনিক কাজ ত্বরান্বিত করতে সভা আরো ৩টি নিয়োগ দিতে জিবি অনুমতি দেয়। এরমধ্যে রয়েছে একজন অফিস সুপারিন্টেন্ডেন্ট, একজন অ্যাকাউন্টেন্ট ও একজন পিওন।
এছাড়া আগের স্টাফদের কাজ অনুযায়ী ২০–৩০ শতাংশ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়। সহকারী কোষাধ্যক্ষ পদে রামকৃষ্ণ দেবকে আনা হয়েছে। ডিএসএ-র ফুটবল অ্যাকাডেমি গঠনের ব্যাপারটিও সভায় অনুমোদন লাভ করে। অ্যাকাডেমির চেয়ারম্যান এবং কনভেনার কে হবেন সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে সংস্থার সভাপতি সচিবকে।
স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়ন খাতে সরকার ৫ কোটি টাকা রিলিজ করায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, প্রাক্তন সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সাধুবাদ জানানো হয়েছে।