আত্মঘাতী ছাত্রের ন্যায় বিচার চেয়ে মোমবাতি মিছিল এনআইটির ছাত্রছাত্রীদের

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : শিলচর এনআইটিতে আত্মঘাতী ছাত্রের ন্যায় বিচার চেয়ে মোমবাতি মিছিল করল এনআইটির ছাত্রছাত্রীরা। শনিবার শিলরচ এনআইটি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মোমবাতি মিছিল বের করেন ছাত্রছাত্রীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রছাত্রীরা অভিযোগ করে বলেন, এই ঘটনার জন্য এনআইটি কর্তৃপক্ষ দায়ী। করোনার সময় বাড়ি গিয়ে ইন্টারনেট সংযোগে সমস্যার দরুন কজ নিয়মিত অনলাইন ক্লাশে উপস্থিত থাকতে পারেনি। সে জন্য বিভিন্ন বিষয়ে তাঁকে অনুত্তীর্ণ বা ব্যাক দেখানো হয় ৷ এ ব্যাপারে তিনি বারবার ডিন এবং শিক্ষকদের একটা উপায় বার করার আর্জি জানিয়ে ছিলেন ৷ কিন্তু সাড়া পাচ্ছেন ছিলেন না।

আত্মঘাতী ছাত্রের ন্যায় বিচার চেয়ে মোমবাতি মিছিল এনআইটির ছাত্রছাত্রীদের

শুক্রবার বিকেলেও ডিনের সঙ্গে সাক্ষাৎ করেন। হতাশ হয়েই ফিরতে হয় তাঁকে। সেখান থেকে হোস্টেলে ফিরেই দরজা বন্ধ করে দেন কজ৷ একটু পরেই তাদের সন্দেহ হয় ৷ ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। শেষে জানালার উপর দিয়ে উঁকি দিয়ে তাঁকে ঝুলতে দেখেন তাঁরা ৷ আত্মঘাতী ছাত্রের ন্যায় বিচার চেয়ে আজ মোমবাতি মিছিল করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য, এ ঘনটার পর শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শিলচর এনআইটি অগ্নিগর্ভ হয়ে উঠে। ভাঙচুর করা হয় এনআইটি সহ পুলিশ ও সাংবাদিকের গাড়িও। পুলিশের লাঠিচার্যে ৪০ জন পড়ুয়া আহত হন। কজ বোকার ইলেক্ট্রিকের ৩য় বর্ষ পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News