কাছাড় যুব পরিষদের সংবর্ধনা সভা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ মে : অসম গণ পরিষদের ভ্রাতৃ সংগঠন অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটিতে নিযুক্তি পাওয়া যুব নেতাদের দলীয় সংবর্ধনা দেওয়া হয়। বুধবার দুপুরে শিলচরের টাঙ্ক রোডের জেলা কার্যালয়ে তাঁদের গামছা পরিয়ে সংবর্ধনা প্রদান করেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ, কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, জেলার দুই সম্পাদক সুজিত শর্মা ও মণিতন সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব সিংহা, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকিব হুসেন লস্কর, জেলার দলীয় ইলেকশন ইনচার্জ সুব্রত চন্দ, বরিষ্ঠ নেতা স্বপন গুন প্রমুখ।
সদ্য যুব পরিষদের জেলা সভাপতি পাওয়া সৌরভ দেব বলেন, অগপ দলের যুব পরিষদ অসমের প্রত্যেকটি যুবকদের সার্বিক উন্নয়নের জন্য বহু বছর থেকে সংগ্ৰাম চালিয়ে যাচ্ছে। বেকার যুবক ও যুবতীরা কীভাবে স্বাবলম্বী হতে পারেন, এইসব বিষয়ে কাজ করছেন যুব পরিষদ। অসমের যুবাদের এগিয়ে নিয়ে যাওয়ার দল হচ্ছে অসম যুব পরিষদ আর রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দল হচ্ছে অগপ। যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকিব হুসেন লস্কর বলেন, অসমে যুবকদের রাজনৈতিক ভাবে অধিকার আদায়ের একমাত্র দল হচ্ছে অসম যুব পরিষদ।যুব পরিষদের বরাক উপত্যকার প্রাক্তন তত্ত্বাবধায়ক তথা অগপর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব সিংহা বলেন, লোকসভা নির্বাচন থাকাতে যুব পরিষদে নিযুক্তি পাওয়া নেতাদের সংবর্ধনা দেওয়া সম্ভব হয়নি বলে তিনি দুঃখিত, কিন্তু দলের যুব নেতারা কোনো ধরনের সংবর্ধনা না পেয়েও মিত্র জোটের প্রার্থীর জন্য কাজ করে গিয়েছেন, তা বিগত দিনে তিনি দলে সেটা দেখতে পান নাই, যার দরুন তিনি গর্বিত এই বারের কাছাড় জেলার প্রত্যেক স্তরের যুব পরিষদের নেতা-কর্মীদের উপর।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব পরিষদের জেলার উপ-সভাপতি জয় মোহন চন্দ্র পাল, জাকির হোসেন লস্কর, সম্পাদক চিত্তরঞ্জন সিংহা, বাপ্পা কুমার দাস, বিবেক পাল সহ অন্যান্য নেতা-কর্মীরা।