বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : বদলি হলেন কাছাড়ের স্কুল পরিদর্শক এবং ডিইইও গণেশ হরিজন। গত ২৬ ডিসেম্বর অসম স্কুল শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোনোয়ারের ডিজিটালি স্বাক্ষরিত E-242954/1-A নম্বরের এক নির্দেশে তাঁকে বদলি করা হয়। এবং দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকরভাবে বড়ো মাধ্যম ও অন্যান্য উপজাতীয় ভাষা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
একই ভাবে বদলি করা হয়েছে লখিমপুরের স্কুল পরিদর্শক হেমচন্দ্র শইকিয়াকে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকরভাবে অসমের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।




