বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ১৩তম আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামবে কাছাড় কলেজ। এদিন বেলা এগারোটায় আসাম বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচটি শুরু হবে।
বুধবার কাছাড় কলেজ ও রাধামাধব কলেজের রোমাঞ্চকর সেমিফাইনাল ম্যাচে কাছাড় কলেজ ৩৪ রানে রাধামাধব কলেজকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। কাছাড় কলেজের ওম বানিয়া অসাধারণ পারফরম্যান্সের জন্য এদিন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারে ভূষিত হন।
প্রসঙ্গত, মঙ্গলবারই আসাম বিশ্ববিদ্যালয় ফাইনালে প্রবেশ নিশ্চিত করেছে। এদিন এনসি পাল মেমোরিয়াল কলেজকে চার উইকেটে হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় বিশ্ববিদ্যালয়।
এদিকে, প্রতিযোগিতার আয়োজক আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের ডেপুটি ডিরেক্টর ড. সিদ্ধার্থ শর্মা ক্রীড়াপ্রেমী সকলকে এই ফাইনাল ম্যাচ উপভোগ করা ও নিজ নিজ দলকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।


