পরিমলের হয়ে মাঠে নামছে কাছাড় অগপ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মার্চ : লোকসভা নির্বাচনে মিত্রজোটের  প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়ের জন্য সংকল্পবদ্ধ অগপ দলের কাছাড় জেলা কমিটি। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে থাকা অসম গণ পরিষদের কাছাড় জেলা কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার নবগঠিত সাতটি বিধানসভা সমিতির পদাধিকারী সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের মধ্যে পরিচিত  এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক তথা বরাক উপত্যকার সাংগঠনিক ইনচার্জ বিমলেন্দু সিংহ বলেন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ও অগপ দলের মিত্র জোটের  প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয় নিশ্চিত করতে অগপ দলের সর্বস্তরের কর্মীরা কাজ করে যাচ্ছেন। এই মিত্রজোটের চেষ্টাই কাছাড়ে লোকসভার প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল জয়যুক্ত করে কেন্দ্রে মোদি সরকার গঠনে উপহার দিবে।

কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব বলেন, মোদি সরকার যেভাবে দেশের জনগণের জন্য কাজ করে আসছেন, তেমনি অসমে বিজেপি ও অগপ দলের মিত্রজোটের সরকার রাজ্যবাসীর সর্বস্তরের জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রচেষ্টাই এইবার পুনরায় কেন্দ্রে মোদি সরকার গঠনে অসম থেকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অগপ দল। কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, আগামী নির্বাচনে মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নির্বাচনে প্রায় দুই লক্ষের অধিক ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজে ঝাঁপিয়ে পড়ার দলীয় নেতা-কর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন।

এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার উপ-সভাপতি বকুল উদ্দিন মজুমদার, দুই সাধারণ সম্পাদক মনিতন সিংহ ও সুজিত শর্মা, যুব পরিষদের জেলা আহ্বায়ক নেকবুব হোসেন লস্কর, বিধানসভা ভিত্তিক দলীয় দায়িত্ব প্রাপ্ত লক্ষীপুরের নন্দমোহন সিংহ, উধাবন্ধের ইবুলগবি সিংহ, কাটিগড়ার জমিল আহমেদ, বড়খলার রাজীব সিংহা, শিলচরে বিমল সিংহ ও সুজিত দেব, সোনাই ফখরুল ইসলাম বড়ভূইয়া, ধলাই মণিলাল সিংহ, সৌরভ দেব, অমিত এন্দো, নীলাঞ্জন দেব সহ দলীয় নেতা-কর্মীরা।

Author

Spread the News