জয়ী হলে অসমে পাঁচটি বিধায়ক পদ সহ দু’টি রাজ্যসভা পদে উপনির্বাচন
পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ৮ মে : মঙ্গলবার তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার ফলে অসমে ১৪টি লোকসভা আসনেই নির্বাচন সম্পন্ন হল।
আগামী ৪ জুন এই নির্বাচনের পাঁচটি কেন্দ্রে তিন দলের প্রার্থী জয়ী হলে রাজ্যটিতে বিধানসভার পাঁচটি ও রাজ্যসভা দু’টি আসন শূন্য হতে পারে।
এবারের লোকসভা নির্বাচনে বিহালীর বিধায়ক রনজিৎ দত্ত, সামাগুড়ি বিধায়ক রকিবুল হোসেন, ধলাইর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য, ধিং বিধায়ক আমিনুল ইসলাম এবং বঙাইগাঁওয়ের বিধায়ক ফনীভূষন চৌধুরী যথাক্রমে তেজপুর, ধুবড়ি, শিলচর, নগাঁও ও বরপেটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই তাঁরা যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তাহলে বিহালী, সামাগুড়ি ধলাই ও বঙাইগায়ে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়বে।
আর রাজ্যসভা সদস্য সর্বানন্দ সোনোয়াল যদি ডিবরুগড় থেকে এবং কামাখ্যা প্রসাদ তাসা কাজিরাঙা থেকে লোকসভায় নির্বাচিত হন তাহলে অসম থেকে রাজ্য সভার দু’টি আসন খালি হবে।