দুপুর ২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : উত্তর-পূর্ব ভারতের ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থের প্রতি গভীর শ্রদ্ধা ও শোকজ্ঞাপন স্বরূপ, অসম প্রদেশের বিজেপি ট্রেডার্স সেলের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ ৮ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত তাঁর স্মরণে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান বিজেপি অসম প্রদেশের ট্রেডার্স সেলের আহ্বায়ক বিবেক পোদ্দার।

কবীন্দ্র পুরকায়স্থ উত্তর-পূর্ব ভারতে বিজেপির সংগঠন গঠনে এবং দেশ ও সমাজের কল্যাণে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিবেক পোদ্দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *