২৫ ডিসেম্বর : বড়দিনে মর্মান্তিক দুর্ঘটনা। বেসরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বাসে ধরে গেল আগুন। বাসের ভিতরে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী জীবন্ত অবস্থাতেই পুড়ে যান। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। দুর্ঘটনাটি ঘটেছে ৪৮ নম্বর জাতীয় সড়কের উপরে। কর্নাটকের চিত্রদুর্গ জেলার উপর দিয়ে যাচ্ছিল বাসটি। রাত দুটোর সময় একটি ট্রাক ডিভাইডার পার করে ভুল লেনে চলে আসে এবং উল্টোদিক থেকে আসা এসি বাসে ধাক্কা মারে। এরপরই বাসে আগুন ধরে যায়।
জানা গিয়েছে, সি বার্ড নামক একটি বেসরকারি সংস্থার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে ৩২ জন যাত্রী উপস্থিত ছিলেন। সংঘর্ষের পরই বাসে একের পর এক বিস্ফোরণ হয়।
এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অধিকাংশেরই শরীরের বেশির ভাগ পুড়ে গিয়েছে। অনেকের অবস্থা সঙ্কটজনক। উদ্ধারকাজ চলছে। কীভাবে দুর্ঘটনা ঘটল এবং সংঘর্ষের পরই বা বাসে কীভাবে আগুন ধরে গেল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আদিত্য নামে আহত এক যাত্রী বলেন, “সবাই চিৎকার করছিল। হঠাৎ প্রচন্ড জোরে ধাক্কা লাগে। আমি পড়ে যাই। উঠেই দেখি চারপাশে আগুন জ্বলছে। দরজা খুলছিল না। আমরা কয়েকজন জানালা ভেঙে বেরিয়ে আসি। বাকি যাত্রীদেরও বাঁচানোর চেষ্টা চলছিল কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে কিছু করা যায়নি।”


