আটটি গাড়ি থেকে ৪ কোটি টাকার বার্মিজ সুপারি উদ্ধার, গ্রেফতার ৯

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : বার্মিজ সুপারি বিরুদ্ধে অভিযানে নেমে  সফল্য গুমড়া পুলিশ। আটটি বাহন আটক সহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ কাছাড় জেলার গুমড়ায় এক অভিযান চালিয়ে আটটি গাড়ির থেকে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত  করতে সক্ষম হয়। সঙ্গে গ্রেফতার করা হয়েছে নয় জনকে। ৫ টা কন্টেনার গাড়ি ও তিনটি ট্রাক আটক করা হয়েছে। পুলিশ সুপার জানান, তিনটি ট্রাকের গোপন চেম্পার থেকে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি উদ্ধার করা হয়। আটটি বার্মিজ সুপারি বোঝাই বাহন থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার বার্মিজ সুপারি। যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার।

আটটি গাড়ি থেকে ৪ কোটি টাকার বার্মিজ সুপারি উদ্ধার, গ্রেফতার ৯

গ্রেফতার করা নয় জন হলেন জানকি বাজারের নজমুল হুসেন, দিলীপ সিং বাড়ি চালাসার সিটি জয়পুর রাজস্থান,  তাহরপুর উত্তরপ্রদেশের তহরপুরের শানে আলম, দীনেশ (মুনদেয়ারা’ রাজস্থান), তাহজীব আলম (উত্তর প্রদেশ), দীপক কুমার (গৌচিক্ষন বিহার), মোহাম্মদ ক্যাফে (রসুলপুর উত্তর প্রদেশ), জানে আলম (তাহরপুর উত্তর প্রদেশ), জাহির আহমেদ লস্কর (কাছাড়ে কাটিগড়া) ও ওয়াসিম (উত্তর প্রদেশ)। পুলিশ সুপার নুমাল মহাতো জানান বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News