বুধবার থেকে বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হচ্ছে বুধবার। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে অটল প্রেস ফাইটারস এবং হাইলাকান্দি খবর হিরোজ। দিনের ওপর ম্যাচে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকর্স খেলবে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স -র। আসরে অংশ নিচ্ছে মোট ছয় দল। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন বাকস উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী, রুদ্রনারায়ণ গুপ্ত, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত , সচিব অতনু ভট্টাচাৰ্য, বাবুল হোড় সহ স্পনসর গোষ্ঠীর কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এদিকে মঙ্গলবার ছিল আসরের জার্সি উন্মোচন অনুষ্ঠান। এতে প্রত্যেক দলের স্পনসর এবং অধিনায়কদের একই ফ্রেমে বন্দি করে রাখা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্পনসর গোষ্ঠী বুন্দের পক্ষে আমজাদ লস্কর, আক্রম মজুমদার সহ বরাক বুলেটিনের অনির্বান রায় চৌধুরী, নববার্তার যীশু শুক্লবৈদ্য, আঁখি দাস, হাইলাকান্দির রাহুল চক্রবর্তী, মকসুদুল চৌধুরী, বিশ্বজিৎ দত্ত, রথীন্দ্র নাথ সাহা, বাকস কেন্দ্রীয় সভাপতি রতন দেব, সচিব রবি হাজাম, শুভেন্দু দাশ, কিঙ্কর দাস, অভিজিৎ ভট্টাচাৰ্য, দেবাশিস সোম প্রমুখ। আসরে ক্রীড়াময় জনতার উপস্থিতি কামনা করেছেন বাকস কেন্দ্রীয় সভাপতি এবং সচিব।
