বিভিন্ন কর্মসূচি মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন বাকসের

সরোজনলীনী নন্দী পুরকায়স্থ স্মৃতি ফুটবল ও আলোচনা সভা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : নানা কার্যসূচির মাধ্যমে প্রতিবারের মতো এবারেও জাতীয় ক্রীড়া দিবস পালন করল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)-র কাছাড় জেলা কমিটি। কর্মসূচির  মধ্যে এদিন  সকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মেজর ধ্যানচাঁদ সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে কার্যালয়ে ‘ধ্যানচাঁদ ও ভারতের হকি’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলা কমিটির সভাপতি দেবাশিস সোমের পৌরোহিত্যে আলোচনায় অংশ নেন বাকসের প্রাক্তন সচিব দীজেন্দ্রলাল দাস, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, অনুষ্ঠানের অন্যতম বিশিষ্ট অতিথি সমাজসেবী রূপম নন্দী পুরকায়স্থ, বাকসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি রিতেন ভট্টাচার্য, বর্তমান কেন্দ্রীয় সভাপতি রতন দেব প্রমুখ।

অনুষ্ঠানে রূপম নন্দী পুরকায়স্থকে বাকসের তরফে স্মারক দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকসের প্রাক্তন সচিব মোহাম্মদ তাজ উদ্দিন, কাছাড় জেলা সচিব অভিজিৎ ভট্টাচার্য ও জেলা ক্রীড়া সংস্থার হকি খেলোয়াড়েরা।প্রসঙ্গত, গোটা অনুষ্ঠানটি রূপমবাবুর মা সরোজনলীনী নন্দী পুরকায়স্থের নামে উৎসর্গীকৃত করা হয়। 

বিভিন্ন কর্মসূচি মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন বাকসের

এদিন বিকেল ৪টায় শিলচর টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় সরোজনলীনী নন্দী পুরকায়স্থ স্মৃতি ইলেকট্রনিক মিডিয়া বনাম  প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচে ৪-১ গোলে বাজিমাত করে ইলেকট্রনিক মিডিয়া। চারটি গোল‌ই করেন আহাদুল আহমদ লস্কর। যথাক্রমে ম্যাচের ১১, ১৪, ২৪, ২৮ মিনিটে। ১৭ মিনিটে প্রিন্ট মিডিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সানু চৌধুরী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আহাদুল আহমদ লস্কর। এদিন খেলা পরিচালনা করেন রেফারি তপন দাস ও দিলোয়ার হুসেন লস্কর।               

বিভিন্ন কর্মসূচি মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন বাকসের

খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে হকির জাদুকর ধ্যান চাঁদ ও জাতীয় ক্রীড়া দিবস নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম অতিথি আকসার অন্যতম সদস্য রূপম নন্দী পুরকায়স্থ, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় ও শিলচর টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন দে।  অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সাবেক ফিফা সহকারি রেফারি মৃণাল কান্তি রায়, প্রাক্তন সন্তোষ ট্রফি ফুটবলার বাহারুল ইসলাম লস্কর, ডিএসএ-র ফুটবল শাখা সচিব বিকাশ দাস, মৃদুল মজুমদার, সুজন দত্ত, চন্দন শর্মা, বাকসের দেবাশীষ সোম, রতন দেব, রবি হাজাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিজিৎ ভট্টাচার্য।

বিভিন্ন কর্মসূচি মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন বাকসের
বিভিন্ন কর্মসূচি মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন বাকসের

Author

Spread the News