নদী থেকে কাঠ বাজেয়াপ্ত বিএসএফের

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বাঁশের ভেলা স্থানীয় ভাষায় ‘চালি’র আড়ালে কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়ল বিএসএফের হাতে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে কর্ণফুলি নদী থেকে কাঠগুলো উদ্ধার করা হয়। সোমবার সকালে ১৮৪ বিএন সেক্টর আইজল, বিএসএফ জওয়ান অভিযান চালায়  মিজোরামের লুংলেই জেলার সীমান্ত এলাকায় কর্ণফুলি নদীতে। নদীতে বাঁশের আড়াল থেকে ১৬০টি কাঠ বাজেয়াপ্ত করা হয়।

Author

Spread the News