সীমান্তে পশু পাচার রুখতে গিয়ে অপহৃত বিএসএফ জওয়ান, শুরু উদ্ধার প্রক্রিয়া

২২ ডিসেম্বর : ভারত–বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্য ছড়াল। গবাদি পশু পাচার রুখতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হলেন এই বিএসএফ জওয়ান।ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ থানার ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অপহৃত জওয়ানের নাম বেদ প্রকাশ। তিনি কোচবিহারের বিএসএফের ১৭৪ নম্বর ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত। শনিবার গভীর রাতে সীমান্তে অন্যান্য দিনের মতো টহল চলাকালীন জওয়ানরা লক্ষ্য করেন, সীমান্তের একটি ফাঁকা অংশ দিয়ে গবাদি পশুর একটি দলকে ভারতীয় ভূখণ্ডে ঢোকানো হচ্ছে।

সঙ্গে সঙ্গেই পাচারকারীদের ধরতে তাড়া শুরু করেন বিএসএফ জওয়ানরা। তবে তাড়া করতে গিয়েই বিপত্তি ঘটে। ঘন কুয়াশার কারণে দল থেকে কিছুটা এগিয়ে যান বেদ প্রকাশ। কুয়াশার আড়ালে তিনি কার্যত একা হয়ে পড়েন। সেই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা তাঁকে ধরে ফেলে। গবাদি পশুসহ ওই জওয়ানকে জোর করে বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়।

বিএসএফ সূত্র মারফত জানা গিয়েছে, ২১ তারিখ ভোরে প্রায় ৪.৪৫ নাগাদ এই ঘটনা ঘটে। এরপর ওই দুষ্কৃতীরা অপহৃত জওয়ানকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেয়। ঘটনার খবর পেতেই বিএসএফের তরফে দ্রুত বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ সেক্টর কমান্ডার সরাসরি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহৃত ভারতীয় জওয়ান বর্তমানে বিওপি আঙ্গারপোতা এলাকায় রয়েছেন এবং তিনি সুস্থ আছেন। বিএসএফ সূত্রে আরও জানানো হয়েছে, জওয়ানকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *