জুয়া-মাদক বিরোধিতার জেরে ছাত্রনেতার ওপর নৃশংস হামলা শিলচরে

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : নিউ শিলচর শহরের তৃতীয় লিঙ্ক রোডে অবৈধ জুয়া, মদ ও মাদক ব্যবসার বিরুদ্ধে মুখ খুলতেই হামলার শিকার হলেন সমাজকর্মী ও প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি জম্মজয় চৌধুরী। এলাকায় অবাধে বেড়ে ওঠা এই কুকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করাই তাঁর অপরাধ এমনই অভিযোগ স্থানীয় মানুষের।

সোমবার রাতে দুষ্কৃতীদের এক দল পরিকল্পিতভাবে আক্রমণ চালায় জম্মজয়ের ওপর। নির্মম প্রহারে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে, জুয়া-মদের পাশাপাশি মাদক বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যুবসমাজ ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছে, দিনের পর দিন এভাবে অসামাজিক কার্যকলাপ চালালেও বড় কোনও পদক্ষেপ নেই! স্থানীয়দের ক্ষোভ, কেউ প্রতিবাদ করলেই হামলা চালায় দুষ্কৃতির দল।

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ও থানায় ছুটে যান কাছাড় জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, জেলা সেবা দলের সভাপতি কুশল দত্ত ও জেলা কংগ্রেস সম্পাদক সজল বণিক সহ বিভিন্ন নেতা আহত জম্মজয়ের পাশে দাঁড়ান ও আইনি সহায়তার আশ্বাস দেন।

এদিকে, রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ রাজু দে ঘটনার গুরুত্ব বুঝেই রাতেই এক হামলাকারিকে আটক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *