বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : গুয়াহাটি মহানগরীর বুকে সংঘটিত হয়েছে এক শিহরণ জাগানো ডাকাতির ঘটনা। ফটাশিল আমবাড়ি থানার অন্তর্গত গণেশপাড়ার ‘স্নেহাশ্রয়’ নামের একটি আবাসনে ব্যবসায়ী অনিল ডেকার বাসভবনে চার সদস্যের একদল ডাকাত সিনেমার কায়দায় এই দুঃসাহসিক তাণ্ডব চালায়। বাড়িতে লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলা চালায় ডাকাতরা। গভীর রাতে সংঘটিত এই ডাকাতির ঘটনায় গোটা মহানগরীতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সময় ব্যবসায়ী অনিল ডেকা বিদেশে পড়াশোনারত কন্যাকে বিদায় জানাতে দিল্লিতে গিয়েছিলেন। বাড়িতে তখন কেবল তাঁর স্ত্রী করবী ডেকা এবং গাড়িচালক উপস্থিত ছিলেন। সেই সুযোগেই একটি সাদা রঙের ‘সুইফট ডিজায়ার’ গাড়িতে করে আসা মুখে কালো কাপড় বাধা চারজন ডাকাত বাড়িতে প্রবেশ করে।
প্রায় ৪০ মিনিট ধরে ডাকাত দলটি বাড়ির ভেতরে ত্রাসের সৃষ্টি করে। তারা পিস্তল ও ধারালো অস্ত্র দিয়ে অনিল ডেকার স্ত্রী ও চালককে আক্রমণ করে। এমনকি করবী ডেকার মুখে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি কেড়ে নেয়। এরপর বাড়িতে থাকা নগদ অর্থ, সোনার গয়না-সহ সব মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতরা বলে জানা গেছে। এই পুরো ভয়াবহ ঘটনা বাড়িতে লাগানো সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার খবর পেয়ে ফটাশিল আমবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ডাকাতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জনবহুল এলাকায় এমন ডাকাতির ঘটনায় গুয়াহাটি মহানগরীর বাসিন্দাদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



