আজ, রবিবার পূণ্যস্নান বারুনী, পূণ্যার্থীবরনে প্রস্তুত বরাকের উভয় তীর

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : পূণ্য স্নান বারুনীকে কেন্দ্র করে ভক্ত বরণে প্রস্তুত কাটিগড়ার বারুনী ময়দান ও কপিলাশ্রম শিববাড়ি। প্রতি বছর কাটিগড়ার বারুনী ময়দান ও ওপারের কপিলাশ্রম শিববাড়ি হয়ে উঠে মহা মিলন ক্ষেত্র। বরাক তো বটেই প্রতিবেশী রাজ্য মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ইত্যাদি থেকে হাজার হাজার ভক্তপ্রান মানুষ এখানে এসে সামিল হন, করেন পূন্যস্নান। শুধু পুণ্যস্নানই নয়, পূর্ব পুরুষের আত্মার সদগতি কামনায় করা হয় তর্পন। বিসর্জিত হয় অস্তি। সব মিলিয়ে জনজোয়ার পরিলক্ষিত হয় বরাকের দুই কুল। ব্যতিক্রম নয় এবছরও।

পূণ্য স্নান বারুনীকে কেন্দ্র করে সেঁজে উঠেছে বরাকের ঐতিহ্যবাহী কপিলাশ্রম শিববাড়ি। পূন্যর্থীদের যাতে কোন অসুবিধা মোকাবিলা করতে না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্দির পরিচালন কমিটির পক্ষে নেওয়া হয়েছে অনেক ব্যবস্থা। মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুজয় ভট্টচার্য জানান, শতভীষা নক্ষত্র যোগ রয়েছে রবিবার ৮-৪৫ মিঃ থেকে ৩-৩৮ মিনিট পর্যন্ত। যেহেতু প্রতিবছর এই পূন্যস্নানকে কেন্দ্র করে জনসমুদ্র রূপ নেয় শিববাড়ি তাই প্রতি বছরের ন্যায় এবার ও ভক্তদের স্বার্থে নদীতে নিয়োজিত থাকবে এসডিআরএফ বাহিনী। ভিড় মোকাবিলায় থাকবে পর্যাপ্ত পুলিশী ব্যবস্থা ও ভলেন্টিয়ার। থাকবে মেডিক্যাল টিম ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। তিনি বরাক সহ প্রতিবেশী রাজ্যের পুন্যার্থীদের সাদর আমন্ত্রন জানান।

Author

Spread the News