মালিডহর নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : মালিডহর নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করল এনডিআরএফ বাহিনী। রবিবার সকালে পশ্চিম কাটিগড়ার গুমড়া চণ্ডীপুরের যুবক করণ বৈষ্ণবের দেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বছর আঠারোর করণ শনিবার সহপাঠীর সঙ্গে মালিডহর নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়। স্নান করার সময় পাথরের উপর পা রাখতে পিছলে জলের মধ্যে তলিয়ে যায় করণ। সঙ্গে সঙ্গে হাল্লা-চিৎকার শুরু করে তার সহপাঠীরা, হাল্লা চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাননি করণের। খবর দেওয়া হয় পুলিশে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পঞ্চবল্লভ বরা সহ এনডিআরএফ বাহিনী। তাদের যৌথ অভিযান অব্যাহত থাকলেও শনিবার কোনও সন্ধান মিলেনি। রবিবার সকালে ফের তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হল করণের নিথর দেহ।

মালিডহর নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
মালিডহর নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Author

Spread the News