বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : জঙ্গলের ভেতর রহস্যজনক রক্তের ছাপ ও দু’টি পরিত্যক্ত রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই থানাধীন মধ্যগণকি গাওসভার তবলাবাড়ি এলাকায়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা দেখা দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ এলাকার কয়েকজন বাসিন্দা জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রাস্তার ওপর রক্তের মতো ছাপ লক্ষ্য করেন। কিছুটা দূরে পড়ে থাকতে দেখা যায় দু’টি রান্নার গ্যাস সিলিন্ডার। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা দ্রুত মধ্যগণকি গাওসভার উপপ্রধান সূর্য কুমার নাথকে বিষয়টি জানান। তিনি সঙ্গে সঙ্গে খোয়াই থানায় খবর দেন।
খবর পেয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ রক্তের ছাপযুক্ত এলাকাটি ঘিরে তল্লাশি চালায় এবং জঙ্গল থেকে উদ্ধার হওয়া দু’টি গ্যাস সিলিন্ডার হেফাজতে নেয়। তবে ঘটনাস্থলে ফরেনসিক দলের অনুপস্থিতিতে রহস্য আরও ঘনীভূত হয়েছে।


