কাঠিয়া বাবা আশ্রমে ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : শিলচর পাবলিক স্কুল রোডের কাঠিয়া বাবা আশ্রম প্রাঙ্গনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বুধবার। চতুঃসম্প্রদায়ের শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। বিশ্ব শান্তি কামনায় সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন মহারাজ। শিবির আয়োজনে সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে মহারাজের পাশে ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, ফোরামের জেলা সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, সমাজসেবী দেবাশিস সোম সহ আশ্রমের সদস্যরা।

শিবিরে ৫ জন মহিলা সহ ৩১ জন রক্তদান করেন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপজনিত কারণে বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি। কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ সবনম বাহার বড়ভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাকে সহযোগিতা করেন কাউন্সিলর শান্ত সিনহা, টেকনিশিয়ান সাদিক আহমেদ, জিএনএম আজিম উদ্দিন, সিস্টার প্রিয়াঙ্কা সিংহ প্রমুখ। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।

সুষ্ঠুভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ যোগাতে শিবিরে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহীতোষ পাল, সহ সম্পাদক অমল দাস, প্রচার সচিব সুজয় নাথ, কোষাধ্যক্ষ অনুপ দত্ত, কার্যালয় সম্পাদক প্রবাল বনিক, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি নন্দদুলাল সাহা, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, যুগ্ম সম্পাদক সৌম্যজ্যোতি ভট্টাচার্য ও শিবম দাস, সদস্য ঝুমুর দত্ত, মহিলা শাখার সহ সভানেত্রী চৈতালি বণিক, কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ প্রমুখ।

স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে কাঠিয়াবাবা আশ্রম কর্তৃপক্ষের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *