“সেবা সপ্তাহ” কার্যসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবির যুব মোর্চার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে লক্ষ্য করে বিজেপির তরফে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধি সেবা সপ্তাহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে অসম প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাসের নির্দেশে বুধবার কাছাড় জেলা বিজেপির যুব মোর্চার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন কাছাড় জেলা বিজেপির প্রেক্ষাগৃহে দীনদয়াল উপাধ্যায় এবং ভারতমাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন জেলা বিজেপির পদাধিকারীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ভারত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সকল যুবক ভাই বোনদের এগিয়ে আসার আহ্বান করেন। তাছাড়াও মোদির ইতিবাচক চিন্তা ধারার জন্যই ভারতবর্ষ পৃথিবির মধ্যে অনেক এগিয়ে আছে এবং উনার নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেক জনসাধারণ এক নতুন আলোর স্বপ্ন দেখতে পারছে। তাছাড়াও মোদি সরকারের তৃতীয়বারের কার্যকালের ভারতবর্ষ বিশ্বের সর্বশ্রেষ্ট আসনে পৌছাবে বলে জানান তিনি।
এদিন অমিতেশ জেলা যুবমোর্চার প্রত্যেক সদস্য সহ মণ্ডল থেকে আগত প্রত্যেক যুব মোর্চার সদস্য সদস্যাদের ধন্যবাদ জানান রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য।
এদিনের রক্তদান শিবিরে কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায় ও মিহিরকান্তি সোম, জেলা বিজেপি অন্যান্য পদাধিকারীবৃন্দ। অংগ্রহনকারী সকল রক্তদান করা স্বেচ্ছাসেবকদের হাতে শংসাপত্র তুলে দেন জেলা বিজেপির যুব মোর্চার সদস্যরা।