বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : এক ভয়াবহ হিট অ্যান্ড রান কাণ্ডে কেঁপে উঠেছে ডিমা হাসাও জেলা। শুক্রবার রাতে জেলায় সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত গদাইন রাজী এলাকায় এই হিট অ্যান্ড রান ঘটনাটি ঘটে। জানা গেছে, এই ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ছেইমিনহাও লাংগুম। একটি অজ্ঞাতপরিচয় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
আরও জানা গেছে, নিহত ছেইমিনহাও লাংগুম মাহুর থানার অন্তর্গত নুমজাং গ্রামের বাসিন্দা। পথ চলাকালীন একটি অজ্ঞাতপরিচয় যানবাহন তাকে ধাক্কা মারে এবং দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যানবাহনটি পালিয়ে যায়। এর ফলেই ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয় যুবকের।
এদিকে, এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা দুর্ঘটনাস্থলে জড়ো হয়ে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ জনতা সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে কয়েক ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং পরিস্থিতি আরও অবনতি রোধে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।


