সোনাই কলেজে ব্লক লেভেল ক্যুইজ প্রতিযোগিতা ১৮ ই

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : সোনাই শিক্ষা খণ্ডের ব্লক মিশন কো-অর্ডিনেটর নন্দিনী সিনহার  পৌরোহিত্যে অনুষ্ঠিত ব্লক লেভেল কমিটিতে সমগ্র শিক্ষার অধীনে আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতার সরকারী নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সোনাই মাধবচন্দ্র দাস কলেজে শুক্রবার। এতে সরকারি গাইড লাইনের অনুপুঙ্খকে মাথায় রেখে ব্যবস্থাপক প্রতিষ্ঠানকে অনুষ্ঠানটি সর্বাঙ্গসুন্দর করে তুললে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন ব্লক লেভেল কমিটি তথা সরকারি বিভাগ। ক্যুইজ প্রতিযোগিতায় সোনাই ব্লকের মোট ৭৩টি স্কুল অংশ গ্রহন করবে। প্রতিটি স্কুল থেকে দুজন প্রতিযোগী থাকবে বলে সরকারি নির্দেশ রয়েছে। প্রতিজন প্রতিযোগিকে অংশ গ্রহনের জন্যে সার্টিফিকেট দেওয়া হবে এবং যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পাবে তাদের সার্টিফিকেট ও পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে।

এ দিনের অনুষ্ঠানে কমিটর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপার্সন নন্দিনী সিনহা, সদস্য অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর, এনজি স্কুলের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর, উপাধ্যক্ষ হৃষিকেশ নাথ, ড. আব্দুল মতিন লস্কর, অধ্যাপক খালেদ আজম মজুমদার, ড. আব্দুল বাসিত লস্কর, ড. মুনিম আহমেদ বড়ভূইয়া, অধ্যাপক উবাইদুল হক চৌধুরী, মিহিরকান্তি নাথ সহ শিক্ষা বিভাগ থেকে উপস্থিত ছিলেন বিআরপি এসএম ফিরোজ লস্কর, সাবিনা সুলতানা মজুমদার, সিআরসিসি সুজাতা রায় চৌধুরী ও জাবেদ সুলতান মজুমদার। চেয়ারপার্সন নন্দিনী সিনহা ও অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর সবার সহযোগিতায় আগামী ১৮ নভেম্বর, মাধবচন্দ্র দাস কলেজে একটি সফল ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন। এ দিন সংযোগের ভূমিকা রক্ষা করেন এসএম ফিরোজ লস্কর ও সাবিনা সুলতানা মজুমদার।

Author

Spread the News