ধলাইয়ের উপ নির্বাচন নিয়ে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ

দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ১৯ জুন : ধলাই উপ নির্বাচন নিয়ে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ দেখা গেল পালংঘাট মণ্ডল বিজেপির সভা। লোকসভা নির্বাচনে ধলাই বিধায়ক পরিমল শুক্লবৈদ্য শিলচর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। আর এতে ধলাই বিধানসভা উপ নির্বাচন নিয়ে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে। ধলাই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনয়ন চেয়ে ইতিমধ্যে অনেকেই মাঠে নেমে পড়েছেন। তবে এতদিন দলীয় স্তরে ধলাই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন নিয়ে কোন সভা অনুষ্ঠিত হয়নি। শেষপর্যন্ত মঙ্গলবার বিজেপির কাছাড় জেলা কমিটির নির্দেশে ধলাই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন নিয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট, ধলাই নরসিংহপুর ও বড়জালেঙ্গা তিনটি মণ্ডলে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয়ে মণ্ডলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

মণ্ডল সভাপতি সোমেন দাশের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ধলাই বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যকর্তা থেকে যে কোন একজনকে উপ নির্বাচনে দলীয় প্রার্থী করার পক্ষে জোরদার সাওয়াল করেন দলীয় বিভিন্ন কার্রকর্তা। তবে এদিন বিশেষ একজনকে বাদ দিয়ে অন্য যেকোন কাউকে প্রার্থী করা হলে আপত্তি নেই। এ নিয়ে দলের জেলা কমিটি ও অন্যান্য উর্ধ্বতন পদাধিকারীর কাছে সম্প্রতি ধলাইর তিন মণ্ডলের দলীয় পদাধিকারী উপস্থিত হয়ে যেভাবে মতামত তুলে ধরেন। এনিয়ে সভায় তীব্র আপত্তি তিলেন দলের প্রবীণ কর্মকর্তা তথা সারা আসাম বাঙালি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন দল যাকেই প্রার্থী করবে তাকে জয়ী করতে হবে। এছাড়া এদিনের সভায় জেলা কমিটির বিভিন্ন নির্দেশিকা তুলে ধরেন মণ্ডল সভাপতি সোমেন দাশ। সভায় ছিলেন মণ্ডল সহ সভাপতি বিভাশ দে, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধরঞ্জন দাস, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ। সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, হীমাদ্রী দে, সুজিৎ চক্রবর্তী প্রমুখ।
  

Author

Spread the News