বিজেপির ধলাই কেন্দ্র ভিত্তিক ‘সংযুক্ত মোর্চা সম্মেলন’ দর্মিখালে

বরাক তরঙ্গ, ১৯ জুন : কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির মহা জনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির ধলাই কেন্দ্র ভিত্তিক সংযুক্ত মোর্চা সম্মেলন অনুষ্ঠিত হল। সোমবার পালংঘাট মণ্ডলের ব্যবস্থাপণায় দর্মিবাজার মার্কেট শেডে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের কনভেনার তথা বিজেপির জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বিজেপির সাংগঠনিক দিক ও সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কথা তোলে ধরে বক্তব্য রাখেন।

বিজেপির পালংঘাট মণ্ডলের পক্ষ থেকে পালংঘাট এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় _____

এছাড়া এদিনের সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রূপম সাহা, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, দলের পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাশ, নরসিংহপুর মণ্ডল সভাপতি লালবাহাদুর কুর্মী। শুরু স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের কনভেনার কৃষ্ণজীবন দেবনাথ। এদিন ভারতমাতা, শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃত সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য সুবোধরঞ্জন দাস, বিভাশরঞ্জন দেব, পালংঘাট এপি সভাপতি অভিজিৎ মাজি, নরসিংহপুর এপি সভানেত্রী পম্পী নাথচৌধুরি, সঞ্জয় কৈরী, হীমাদ্রী দে প্রমুখ।
এদিনের সম্মেলন শেষে বিজেপির পালংঘাট মণ্ডলের পক্ষ থেকে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ পালংঘাট এলাকার কৃতী ছাত্রছাত্রীদের গামছা ও সংশাপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News