বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে সুশাসন শুরু হয়। মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রায়াত অটল বিহারী বাজপায়ীর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সুশাসন দিবস পালনের অঙ্গ হিসেবে অটল স্মৃতিবর্ষ পালন কর্মসুচির অধীনে ধলাই বিধানসভা কেন্দ্রের পানিভরা বাজারে বিজেপির ধলাই বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। তিনি বলেন, বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রকৃথার্থে দেশে সুশাসন শুরু হয়। কারণ তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের উন্নয়নের জন্য ৬৫ শতাংশ টাকা শহরের জন্য বরাদ্দ হতো আর গ্রামের উন্নয়নের জন্য ৩৫ শতাংশ টাকা বরাদ্দ হতো। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়ে ৬৫ শতাংশ টাকা গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ করেন। তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রকল্পের সুচনা হয়। গ্রামাঞ্চলে যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার লক্ষে এই প্রকল্পের সূচনা করেন তিনি এবং এর মাধ্যমে আজকের দিনে গ্রামের উন্নয়ন সম্ভব হয়েছে।
বিধায়ক বলেন, অটলজি প্রধানমন্ত্রী হয়ে পারমানবিক বোমা বিষ্ফোরণ ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দেন ভারত পারমানবিক শক্তিধর দেশ। তখন বিশ্বের শক্তিধর রাষ্ট্র ভারতকে অর্থনৈতিক অবরোধ গড়ে তুললেও তিনি বিচলিত হননি। বাজপেয়ী ছিলেন এমনই এক ব্যক্তি। বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, অটল বিহারী বাজপেয়ীর জীবন একটি দর্শন। এদিন বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে দেশে বর্তমানে সুশাসন চলছে বলে উল্লেখ করে ২০২৬ সালে মূখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে আসামে তৃতীয় বার বিজেপির সরকার হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
এদিন বিজেপির ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরির পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে ভারত মাতা, শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পরে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি।
এছাড়া বক্তব্য রাখেন আসন্ন বিধানসভা নির্বাচনের ধলাই বিধানসভা কেন্দ্রের ইনচার্জ পুলক দাস ও কনভেনার সীতাংশু দাস, ধলাই বিধানসভার সহ-প্রভারী রাহুল ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাক্তন জিলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ ও স্বপনকুমার দাশ, জেলা বিজেপির সম্পাদিকা সুমনা দাস, বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, ওবিসি মোর্চার রাজ্য কোষাধ্যক্ষ কৃষ্ণজীবন দেবনাথ, ধলাই-নরসিংহপুর মণ্ডল সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস, কৃষক মোর্চার কাছাড় জেলা সম্পাদক অমলেন্দু দাশ প্রমুখ।



