প্রিসাইডিং অফিসারকে মারপিট কাণ্ডে গ্রেফতার বিজেপি জেলা সভাপতি

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : প্রিসাইডিং অফিসারকে মারপিট কাণ্ডে গ্রেফতার হলেন বিজেপি নেতা। বাগবাসায় প্রিসাইডিং অফিসার মারপিট মামলায় গ্রেফতার অভিযুক্ত কাজল দাস। সোমবার দুপুরে তাঁকে গ্রেফতার করে কদমতলা থানার পুলিশ। এদিনই তাকে ধর্মনগর আদালতে সোপর্দ করা হয়।

শুক্রবার ৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২ নং বুথ  সেন্টারের নির্বাচনী কাজে নিযুক্ত ছিলেন নারায়ণ চক্রবর্তী নামে এক প্রিসাইডিং অফিসার। ভোট পর্ব চলাকালীন প্রিসাইডিং অফিসার চক্রবর্তীকে শারীরিক ও মানসিক হেনস্তা করা হয়। বিষয়টি নির্বাচনী আধিকারিকদের নজরে আসার পর ধর্মনগরের অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, সিনিয়র সেক্টর অফিসার, মাইক্রো অবজারভারা, বিষয়টি খতিয়ে দেখেন।জেলার বিজেপি জেলা সভাপতি তথা জেলা পরিষদের সক্রিয় সদস্য কাজল দাস সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।

এদিকে, একজন জনপ্রতিনিধি এবং জেলা সভাপতির গুরুত্বপূর্ণ পদে থেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় গোটা উত্তর জেলা সহ সমস্ত রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন।

অপরদিকে, এক সূত্রের খবর অনুযায়ী বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত বিধায়ক যাদব লাল নাথকেও এবিষয়ে নোটিশ করা হয়েছে।

Author

Spread the News