বিসর্জনঘাট সাফাই সবুজ সৈনিক মঞ্চের

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : দুর্গা প্রতিমা বিসর্জনের পর ঘাটের চারপাশে ছড়িয়ে থাকা আবর্জনা সাফাই করল সবুজ সৈনিক মঞ্চ। রবিবার সকালে শিলচর সদরঘাটে সবুজ সৈনিকের উদ্যোগে ও স্বচ্ছতা প্রেমীদের স্বেচ্ছায় যোগদানে ঘাটে সাফাই কর্মসূচী করা হয়। পাশাপাশি বিসর্জনের পর বরাক নদীর তীরে আটকে থাকা নোংরা আব্বর্জনা সাফাইয়ে বিশেষ পদক্ষেপ নিতে জেলাপ্রশাসনের কাছে আর্জি রাখেন মঞ্চের কর্মকর্তারা। এদিন সকালে বিসর্জন ঘাটের চারপাশ জমে থাকা কিছু আব্বর্জনা সাফাই করা হয়।ও ঘাটের পাশে থাকা পরিত্যক্ত  মূর্তিগুলো সরিয়ে স্থানটি পরিষ্কার করেন মঞ্চের কর্মকর্তারা।

বিসর্জনঘাট সাফাই সবুজ সৈনিক মঞ্চের

শহরের বিভিন্ন স্থানে স্তুপীকৃত আবর্জনা পরিষ্কারের নিয়মিত কাজ ভোরের দিকে করার আর্জি রাখেন মঞ্চের পক্ষে জনসেবক দীপক দাস, রমাকান্ত বিশ্বাস ও অগপ নেতা নীলাঞ্জন রায়। তারা আরও জানান, প্রধানমন্ত্রী মোদির স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে মঞ্চের পক্ষে নেওয়া উদ্যোগ স্বচ্ছ সুন্দর শারদ সেরা সন্মাননা প্রদান করা হবে বিজয়া সন্মেলন অনুষ্ঠানে। এতে নানা অনুষ্ঠানের মাধ্যমে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রেখে পুজো পরিচালন করা এবছর তিনটি কমিটিকে সন্মাননা জানানো হবে। এবং প্রতি সপ্তাহে পনেরো মিনিট  নিজ নিজ বাড়ির সামনে থাকা সড়ক সাফাই কর্মসূচিতে সামিল হতে আগ্রহী পরিবেশ প্রেমীদের উদ্দ্যোশে সংবাদ মাধ্যমের কাছে বিশেষ আবেদন রাখেন তারা।

বিসর্জনঘাট সাফাই সবুজ সৈনিক মঞ্চের

মঞ্চের পরিবেশ রক্ষার আন্দোলনে সামিল হতে ইচ্ছুকদের ৮৬৩৮১৩৪৯৩৮ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানান। এদিনের বিসর্জন ঘাট সাফাই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন মঞ্চের অন্যতম আহ্বায়ক মণিভূষণ রায়, বুদ্ধ দাস, সুশান্ত সাহা, বিনয়ভূষণ দাস, দীপক দেব, মনোজ রায়, হারাধন দত্ত, আশিস দাস, জীতেন রায়, সাংবাদিক আখি দাস প্রমুখ।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News