শিলচরে আকসার উদ্যোগে বীর লাচিতের জন্মবার্ষিকী উদযাপন

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : শিলচরে বীর লাচিত বরফুকনের জন্মবার্ষিকী উদযাপন করল সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা (আকসা)। সোমবার শিলচর মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে আকসার উদ্যোগে বীর লাচিত বরফুকনের ৪০৩তম জন্মবার্ষিকি উদযাপন করা হয়। এদিন   বীর লাচিত বরফুকনের প্রতিচ্ছবিতে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী গুণসিন্ধু মহারাজ, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, আইনজীবী রজত ঘোষ, সমাজসেবী সীমান্ত ভট্টাচার্য, ডিএএ সভাপতি শিবব্রত দত্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী, আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, প্রণবানন্দ কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম অধিকারী, আকসার উপদেষ্টা বিশ্বজিৎ দেব, আকসার সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

আকসার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপম নন্দী পুরকায়স্থ। তারপর বিশিষ্টজনেরা বক্তব্যে বীর লাচিত বরফুকনের বীর গাঁথা নিয়ে তোলে ধরেন। তাঁরা বলেন, লাচিতের বীর গাঁথা হল আহোম সাম্রাজ্যের পরাক্রমশালী সেনাপতি লাচিত বরফুকনের বীরত্বপূর্ণ কাহিনি, বিশেষ করে ১৬৬৯ সালে শরাইঘাটের যুদ্ধে তাঁর মুঘল বাহিনীকে পরাজিত করার গৌরবময় ইতিহাস। তিনি তাঁর মাতৃভূমির প্রতি আনুগত্য, আত্মত্যাগ এবং সাহসিকতার প্রতীক, যিনি তাঁর অসাধারণ সামরিক কৌশল ও দেশপ্রেম দিয়ে অসমকে আগ্রাসী মুঘল সাম্রাজ্যের হাত থেকে রক্ষা করেছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *