লোকসভার স্পিকার পদে জয়ী বিড়লা

২৬ জুন : আঠারোতম লোকসভার শুরু থেকে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র বিরোধিতা করতে গিয়ে কে সুরেশকে স্পিকার পদে প্রার্থী করে। কিন্তু অঙ্ক যে কে সুরেশের সঙ্গে ছিল না শুরু থেকেই তা পরিষ্কার ছিল।

বুধবার লোকসভার অধিবেশনে কয়েকজন সাংসদ তাঁদের শপথ গ্রহণের পর দুই পক্ষের স্পিকার পদের প্রস্তাবকদের নাম ধরে ডাকেন প্রোটেম স্পিকার। একে একে যে যার পক্ষ নিয়ে দলের তরফে ওম বিড়লা কিংবা কে সুরেশের নাম প্রস্তাব করেন। এরপর ধ্বনি ভোটে স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা।

Author

Spread the News