বিন্নাকান্দিতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল যুবকের, অবরোধ

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : লক্ষীপুরে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হলেন এক যুবক। রবিবার সকালে ফুলেরতল-সোনাই পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খণ্ডে এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা যায়, পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খণ্ড এলাকায় যুবক লুতরু বাউরি সড়কের পাশে বসে একটি কোদাল ঠিক করছিলেন। হঠাৎ করে এমজেড ০১ এন ৬২৭৫ নম্বরের ডাম্পার এসে পিষে যায় তাকে। ঘাতক গাড়ি প্রথমে একটি সড়কে কাজ করা মেশিন গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে লুতরু বাউরি কে সজুরে ধাক্কা মেরে একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে লুতরু বাউরি ঘটনা‌স্থলে প্রাণ হারান।

মৃতদেহ রাস্তার উপর রেখে তীব্র প্রতিবাদ স্থানীয় জনসাধারণের। অবরোধে দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে লক্ষীপুর পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।

বছর ৩৫ এর লুতরু বাউরী লক্ষীপুর চা-বাগানের উপর টিলার বাসিন্দা সুকুমার বাউরির ছেলে।

বিন্নাকান্দিতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল যুবকের, অবরোধ
বিন্নাকান্দিতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল যুবকের, অবরোধ

Author

Spread the News