সরকারের বলিষ্ঠ কর্মদক্ষতা ও সৎ নীতিতেই জনগণের কল্যাণ হচ্ছে : বিমলেন্দু রায়
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : সরকারের বলিষ্ঠ কর্মদক্ষতা ও সৎ নীতির জন্যই বর্তমান সময়ে জনগণের কল্যাণ সাধিত হচ্ছে। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে বলেই তপশিলিরা অতি সহজেই সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। বর্তমান সরকার প্রকাশ্যে আনুষ্ঠানিকতার সহিত সরকারী প্রকল্প বন্টন করছে। বুধবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে রামনগর বাইপাস সংলগ্ন স্থানে তপশীলি জাতিভূক্ত কৃষকদের মধ্যে পেডিট্রেসার বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়।
এসসি বোর্ডের উদ্যোগে কৃষকদের মধ্যে পেডিট্রেসার বণ্টন____
শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাসের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার আট জন তপশিলি জাতিভূক্ত কৃষকদের মধ্যে পেডিট্রেসার অর্থাৎ ধান মাড়াইয়ের মেশিন বণ্টন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাসের ভূয়শী প্রশংসা করে বলেন, নীহারবাবু বোর্ড সভাপতি হওয়ার পর থেকে কাছাড়ের তপশিলিরা সরকারি সুবিধা যাতে সহজেই পেতে পারেন তারজন্য গ্রামেগঞ্জে এসসি সার্টিফিকেটের জন্য সুপারিশ কর্মশালা হচ্ছে এবং এখানেই তার কাজ করার মানসিকতা প্রকাশ পায়।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি পুলক দাস, বিজেপি অনুসূচিত জাতি মোর্চার আসাম প্রদেশ কমিটির সহ-সভপতি অমলেন্দু দাশ, বিজেপি জেলা সম্পাদক পুলক দেব ও কানুরঞ্জন দেব, জেলা বিজেপির কার্যনির্বাহক সদস্য তথা কালাইন মণ্ডলের প্রভারী মৃদুল মজুমদার, কার্য্যালয় সম্পাদক সুদর্শন চৌধুরী, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য কুমুদরঞ্জন রায়, অমলকুমার লস্কর ও সুদামা রবিদাস, বিজেপির শিলচর ব্লক মণ্ডল সভাপতি শ্যামলকান্তি দেব প্রমুখ।