পাটনি পরিষদের ফুলবাড়ি আঞ্চলিকের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত বিমল-অমল

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : বরাক ভ্যালি পাটনি পরিষদের ফুলবাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিমল কান্তি দাস এবং সাধারণ সম্পাদক পদে অমল কুমার লস্কর। ২৭ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে বিধুভূষণ লস্কর এবং চিত্তরঞ্জন দাস, সহ-সম্পাদক পদে শিবশঙ্কর দাস, দুলেন্দ্র দাস এবং আশুতোষ দাস, সাংগঠনিক সম্পাদক পদে কল্যাণ কান্তি দাস, জগদীশ চন্দ্র দাস, প্রতিমা রানি লস্কর, প্রীতিলতা দাস, কোষাধ্যক্ষ পদে নান্টু দাস। আভ্যন্তরীণ হিসাব রক্ষক পদে অমরেন্দ্র কুমার দাস। উপদেষ্টা পদে রয়েছেন আঞ্চলিকের প্রাক্তন সভাপতি সজল দাস, বীরেন্দ্র চন্দ্র দাস এবং অসিত দাস।

রবিবার নিজ ফুলবাড়ির রাধাগোবিন্দ আশ্রমে আয়োজিত হয় পরিষদের আঞ্চলিক কমিটির সম্মেলন। সজল দাসের পৌরোহিত্যে এই সভার শুরুতে বাবাসাহেব ড. বিআর আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর পাটনি পরিষদের ইতিবৃত্ত, প্রাসঙ্গিকতা এবং সগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তৃত আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সীতাঙশু দাস, রঞ্জিত দাস, নন্দিত দাস, নীহাররঞ্জন দাস, নির্ঝর দাস, বীরেন্দ্রচন্দ্র দাস এবং অমল কুমার লস্কর। ছিলেন মনধীর দাস, পল্লব দাস সহ অনেকে। পরে
কেন্দ্রীয় কমিটির নির্দেশানুসারে ফুলবাড়ি-তারিণীপুর জিপি সহ পার্শ্ববর্তী শালচাপড়া জিপির শ্রীপুর প্রথম খণ্ড এবং কালীনগর জিপির শ্রীপুর দ্বিতীয় খণ্ড গ্রামকে ফুলবাড়ি আঞ্চলিক কমিটিতে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করা হয়। এরপর নবনিযুক্ত পদাধিকারীদের শপথ বাক্য পাঠ করান রঞ্জিত দাস। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় আজকের সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *