নতুন বাজারে বাইক–ম্যাজিক মুখোমুখি, আহত ১, ভাঙচুর উত্তেজিত

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শুক্রবার সন্ধ্যায় ৩০৬ নং শিলচর–আইজল জাতীয় সড়কের নতুন বাজার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। শিলচর দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ম্যাজিক ট্রাকের। এতে গুরুতর আহত হন বাইক চালক বামচা সিংহ। তিনি পূর্ব সোনাইর বড়খাল এলাকার বাসিন্দা ও অসম পুলিশের গৃহরক্ষী বাহিনীর কর্মী বলে জানা গেছে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংহপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। কিন্তু আঘাতের গুরুতর হওয়ায়  তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ম্যাজিক ট্রাকটি ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার পর ম্যাজিক ট্রাকের চালক পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর ধলাই ও সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এলাকা ধলাই থানার আওতাধীন হওয়ায় ধলাই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত উভয় বাহন হেফাজতে নিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা ম্যাজিক ট্রাকটিতে ভাঙচুর চালান। এসময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে এক যুবককে মারধর করা হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *