১৭ নভেম্বর : বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধি ময়দানে হবে নতুন NDA সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা PM নরেন্দ্র মোদির। তবে এখনও স্পষ্ট নয়, ১০ম বারের মতো CM হিসেবে নীতীশ কুমারই শপথ নেবেন কি না। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক পরিচালনা করবেন নীতীশ কুমার। এরপর রাজ্যপালের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেবেন।
বিহার: ২০ নভেম্বর শপথ!


