সৌদি আরবে নিষিদ্ধ ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম এগেইন’
১ নভেম্বর : দীপাবলিতে মুক্তি পেতে চলেছে বলিউডের দুই বিগ বাজেটের ছবি ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম এগেইন’। ইতিমধ্যেই দুই ছবিই অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। আর এর মধ্যেই সৌদি আরবে নিষিদ্ধ করা হল এই দুটি ছবি। এই ছবি দুটি সেদেশে মুক্তি পাবে না ঘোষণা করা হয়েছে সৌদি আরবের প্রশাসনের তরফে। তবে সৌদি আরবে নিষিদ্ধ হলেও সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাবে ছবিগুলি।
জানা গিয়েছে, ভারতীয় চলচ্চিত্রের ব্যাপারে সৌদি আরব খুবই কঠোর। আর এই ছবি দুটি দেখেছে সে দেশের রিভিউ কমিটি। সেই কমিটির মতে, এই ছবি দুটিতে হিংসা ও যৌনতা রয়েছে। এমনকি এই দুই ছবির প্রেক্ষাপট ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে এই ছবি দুটি নিষিদ্ধ করা হয়েছে। বলিউডের এই দুই ছবির পাশাপাশি দক্ষিণি ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেদেশে।
যদিও সৌদি আরবে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ করার ঘটনা এই প্রথম নয়। আর নিষিদ্ধ করার বিষয়টি শুধু ভারতীয় চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ধরনের বিষয়বস্তু থাকলে একই ব্যবস্থা নেওয়া অন্যান্য দেশের চলচ্চিত্রের ক্ষেত্রেও।